বাি
বানান বিশ্লেষণ : ব্+আ+স্+ই+নী।
উচ্চারণ : ba.ʃi.ni
(বা
.শি.নি)।

বা=বা [আকারযুক্ত ব্ ধ্বনি বা তৈরি করে]
সি=শি [ঈ-কার যুক্ত স বর্ণটি শি ধ্বনি তৈরি করে]
নী=নি [ই-কারযুক্ত ন বর্ণটি নি ধ্বনি তৈরি করে]

শব্দ-উৎস: সংস্কৃত वासिनी (বাসিনী)>বাংলা বাসিনী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বস্ (বাস করা)+ইন (ইনি) +ঈ (ঙীপ্), স্ত্রীলিঙ্গ।
পদ : বিশেষণ 
অর্থ:  বাস করেন এমন কোনো নারী ।
সমার্থক শব্দাবলি: বসবাসকারিণী, বাসিনী।
বিপরীতার্থক শব্দ:
বাসী  (পুংলিঙ্গার্থে)

এই শব্দটি সাধারণত অন্য শব্দের পরে বসে, বসবাসকারিণী অর্থ প্রকাশ করে। এই জাতীয় যে সকল শব্দ বাংলাতে ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হলো।
ন্তঃপুরবাসিনী, পুরবাসিনী