বাসিনী
বানান বিশ্লেষণ :
ব্+আ+স্+ই+নী।
উচ্চারণ :
ba.ʃi.ni
(বা.শি.নি)।
=বা [আকারযুক্ত ব্ ধ্বনি বা তৈরি করে]বা
শব্দ-উৎস:
সংস্কৃত
वासिनी
(বাসিনী)>বাংলা
বাসিনী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√বস্
(বাস
করা)+ইন
(ইনি) +ঈ
(ঙীপ্),
স্ত্রীলিঙ্গ।
পদ :
বিশেষণ