বিপ্রচিত্তি
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে− কশ্যপ-এর ঔরসে দনুর গর্ভে এঁর জন্ম হয়। এই দানবের সাথে এঁর বৈমাত্রেয় বোন সিংহিকার বিবাহ হয়েছিল। বিপ্রচিত্তি'র ঔরসে সিংহিকার গর্ভে রাহু-সহ মোট একশতটি পুত্র জন্মেছিল। সমুদ্র মন্থনের পর অমৃত নিয়ে দেবাসুরের যুদ্ধকালে, ইনি অসুর পক্ষের সেনাপতি ছিলেন। নবম বারের যুদ্ধে ইনি ইন্দ্রের হাতে নিহত হন। জন্মান্তরে ইনি জরাসন্ধ নামে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্মে তিনি দ্বিতীয় পাণ্ডব ভীমের হাতে নিহত হন।