সিংহিকা 
	
	
	বিশেষ্য
	
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
	
হিন্দু পৌরাণিক 
	কাহিনি এই নামে একাধিক চরিত্র পাওয়া যায়। 
১.
	
	
	দক্ষ-এর 
	
 একটি কন্যার নাম।
২.
	
	
	
	কশ্যপ-এর 
	
 ঔরসে দিতির গর্ভে এঁর জন্ম হয়।
এঁর সাথে এঁর বৈমাত্রেয় ভাই 
	বিপ্রচিত্তি'র 
বিবাহ হয়।
	বিপ্রচিত্তি'র 
ঔরসে সিংহিকার গর্ভে 
	
	রাহু-সহ মোট একশতটি পুত্র জন্মেছিল।
৩.
লঙ্কার নিকট সাগরের ভিতর সিংহিকা নামক এক কামরূপিনী রাক্ষসী বাস করত।
সে জলের উপর উড়ন্ত প্রাণীর পতিত ছায়া দেখে,
উক্ত ছায়াকে আকর্ষণ করে তাদের শিকার করত।
	
	হনুমান 
	
 যখন সীতার খোঁজে সাগরের উপর দিয়ে যাচ্ছিলেন,
তখন এই রাক্ষসী তাঁর ছায়া আকর্ষণ করে তাঁকে খাওয়ার চেষ্টা করে।
হনুমান বিষয়টি বুঝতে পেরে তার শরীর বৃদ্ধি করতে থাকেন।
ফলে রাক্ষসীও আকাশ ও পাতালব্যাপী বিশাল মুখ-গহ্বর বিস্তার করে।
এই সময় হনুমান পুনরায় ক্ষুদ্র আকার ধারণ করে সিংহিকার মুখের মধ্যে প্রবেশ করেন এবং 
তাঁর তীক্ষ্ণ নখের আঘাতে সিংহিকাকে হত্যা করেন।