১. ঊর্ধ্বক্রমবাচকতা {বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ: মানুষের জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা ইত্যাদির দ্বারা যখন কোনো অনুভব সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, থেকে বিশ্বাসের উদ্ভব হয়।
সমার্থক শব্দাবলি:
- ১. প্রত্যয়, বিশ্বাস
- ২. আস্থা, নির্ভর, ভরসা
ইংরেজি: belief
যৌগিক শব্দাবলি:২. ঊর্ধ্বক্রমবাচকতা
- পূর্বপদ: বিশ্বাসকারী, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতিকা, বিশ্বাসঘাতিনী, বিশ্বাসঘাতী, বিশ্বাসভঙ্গ, বিশ্বাসভাজন, বিশ্বাসহন্তা।
- পরপদ: ধর্মবিশ্বাস