দলন
বানান বিশ্লেষণ :দ্+অ+ল্+অ+ন্+অ
উচ্চারণ:
d̪ɔ.lon> (দ.লোন)
শব্দ-উৎস: সংস্কৃত  দলন> বাংলা দলন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দল্ (দলিত করা)+ অন্ (ল্যুট)
পদ: বিশেষ্য
অর্থ: . দলিত করা, নিপীড়িত করা অর্থে দলন
সমার্থক শব্দাবলি: উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন, শাসন

অর্থ: ২. যারা দ্বারা শাসিত হয়।
সমার্থক শব্দাবলি: উৎপীড়নক, দমনকারী, দলনকারী নিপীড়ক, শাসক।
বিপরীতার্থক শব্দ: দলনী [স্ত্রীলিঙ্গার্থে]

সূত্র: