দলনী
বানান বিশ্লেষণ: দ্+অ+ল্+অ+ন্+ঈ
উচ্চারণ:
d̪ɔ.lo.ni (দ.লো.নি)
শব্দ-উৎস: সংস্কৃত  দলন> বাংলা দলন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দলন + ঈ (ঈপ্)
পদ: বিশেষ্য
অর্থ: যে নারীর দ্বারা দলিত হয়।
সমার্থক শব্দাবলি: দমনকারিণী, দলনকারিণী, দলনী,
বিপরীতার্থক শব্দ: দলন [পুংলিঙ্গার্থে]
সূত্র: