দিলদরাজ
বানান বিশ্লেষণ: দ্+ই+ল্+অ+দ্+অ+র্+আ+জ্+অ
উচ্চারণ: [দিল্.দ্+অ+র্+আ+জ্+অ] [d̪il.d̪ɔ.raɟ]
শব্দ-উৎস: ফারসি দিল>বাংলা দিল+ফারসি দরাজ>বাংলা দরাজ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  দিল (মন) দরাজ যাহার/হুব্রীহি সমাস
পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যার দিল (মন, হৃদয়) খোলা (সরল)
মার্থক শব্দাবলি: অকপটচিত্ত, অকপটমন, অকুণ্ঠ, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠমনা, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিত, অকুণ্ঠিতচিত্ত, অকুণ্ঠিতপ্রাণ, অকুণ্ঠিতমন, অকুণ্ঠিতমনা, অকুণ্ঠিতহৃদয়, উদারচিত্ত, উদারহৃদয়, দিলখোলা, দিলদরাজ