কুণ্ঠহৃদয়
বানান বিশ্লেষণ: অ+ক্+উ+ণ্+ঠ্+অ+হ্+ঋ+দ্+অ+য়্+অ
উচ্চারণ:
[.কুন্‌.ঠো.হৃ.দয়্] [
ɔ.kun.ʈho.rɦi.d̪ɔ]
শব্দ-উৎস: সংস্কৃত
অকুণ্ঠ+ হৃদয়>কুণ্ঠহৃ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:  বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যার মন বা হৃদয় অকুণ্ঠ (সরল)
সমার্থক শব্দাবলি:
অকপটচিত্ত, অকপটমন, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠমনা, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিতচিত্ত, অকুণ্ঠিতপ্রাণ, অকুণ্ঠিতমন, উদারচিত্ত, উদারহৃদয়, দিলখোলা, দিলদরাজ, দিলদরিয়া, মুক্তচিত্ত, মুক্তমনা, সরলচিত্ত, সরলপ্রকৃতি, সরলমতি, সরলমনা, সরলহৃদয়, সাদামন।