অকপটমন
অ-কপট {√কপ্ (অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য}+ মনস্>মনঃ>মন
অকপট মন যার/বহুব্রীহি সমাস।
পদ:
বিশেষণ
অর্থ: মনের দিক থেকে যে কপট
নয়।
সমার্থক শব্দাবলি:
অকুণ্ঠ,
অকুণ্ঠচিত্ত,
অকুণ্ঠপ্রাণ,
অকুণ্ঠমন,
অকুণ্ঠমনা,
অকুণ্ঠহৃদয়,
অকুণ্ঠিত,
অকুণ্ঠিতচিত্ত,
অকুণ্ঠিতপ্রাণ,
অকুণ্ঠিতমন,
অকুণ্ঠিতমনা,
অকুণ্ঠিতহৃদয়,
উদারচিত্ত,
উদারহৃদয়,
দিলখোলা,
দিলদরাজ,
দিলদরিয়া,
মুক্তচিত্ত,
মুক্তমনা
বিপরীতার্থক শব্দ:
অকপটমনা
[স্ত্রীলিঙ্গার্থে]