অকপটমন
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+প্+অ+ট্+অ+ম্+অ+ন্+অ
উচ্চারণ:
[..পোট্‌.মোন্] [ɔ.kɔ.poʈ.mon]
শব্দ-উৎস: সংস্কৃত কপট>বাংলা অকপট +সংস্কৃত মনস্>মনঃ>বাংলা মন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: মনের দিক থেকে যে কপট
নয়।
সমার্থক শব্দাবলি: অকুণ্ঠ, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠমনা, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিত, অকুণ্ঠিতচিত্ত, অকুণ্ঠিতপ্রাণ, অকুণ্ঠিতমন, অকুণ্ঠিতমনা, অকুণ্ঠিতহৃদয়, উদারচিত্ত, উদারহৃদয়, দিলখোলা, দিলদরাজ, দিলদরিয়া, মুক্তচিত্ত, মুক্তমনা
বিপরীতার্থক শব্দ: অকপটমনা [স্ত্রীলিঙ্গার্থে]