মুক্তমনা
বানান বিশ্লেষণ: ম্+উ+ক্+ত্+অ+ম্‌+অ+ন্+আ
উচ্চারণ: [মুক্.তো.ম.না] [muk.o..na]
শব্দ-উৎস: সংস্কৃত মুক্ত>বাংল মুক্ত +সংস্কৃত মনস্>মনঃ>বাংলা মন>মনা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ
অর্থ: মুক্ত (উদার) মন যার।
সমার্থক শব্দাবলী:
অকপটচিত্ত
, অকপটমন, অকুণ্ঠ, অকুণ্ঠচিত্ত, অকুণ্ঠপ্রাণ, অকুণ্ঠমন, অকুণ্ঠমনা, অকুণ্ঠহৃদয়, অকুণ্ঠিত, অকুণ্ঠিতচিত্ত, অকুণ্ঠিতপ্রাণ, অকুণ্ঠিতমন, অকুণ্ঠিতমনা, অকুণ্ঠিতহৃদয়, মুক্তমনা।