উদারচিত্ত
বানান বিশ্লেষণ:
উ+দ্+আ+র্+অ+চ্+ই+ত্+ত্+অ
উচ্চারণ:
[উ.দার্.চিত্.তো] [u.d̪ar.cit̪.t̪o]
শব্দ-উৎস:
সংস্কৃত
উদারচিত্ত>বাংলা
উদারচিত্ত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ:
বিশেষণ।
অর্থ: যার চিত্ত (মন, হৃদয়) উদার (সরল)।
সমার্থক শব্দাবলি:
অকপটচিত্ত,
অকপটমন,
অকুণ্ঠ,
অকুণ্ঠচিত্ত,
অকুণ্ঠপ্রাণ,
অকুণ্ঠমন,
অকুণ্ঠমনা,
অকুণ্ঠহৃদয়,
অকুণ্ঠিত,
অকুণ্ঠিতচিত্ত,
অকুণ্ঠিতপ্রাণ,
অকুণ্ঠিতমন,
অকুণ্ঠিতমনা,
অকুণ্ঠিতহৃদয়,
উদারচিত্ত
।
সূত্র :
-
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার
অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮।
-
বাংলা একাডেমী
ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
-
বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান
। আবু ইসহাক। চৈত্র ১৪০৯/এপ্রিল ২০০৩।
-
বঙ্গীয় শব্দকোষ
(প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।
-
বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)।
জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
-
ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান।
আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম ইনসটিটিউট।
৮ ফাল্গুন ১৩৯৪
-
শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব
সাহিত্য কুটির। মার্চ ২০০০।
-
সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ।
শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।