দৈব
বানান বিশ্লেষণ: দ্+ঐ+ব্+অ
উচ্চারণ:
d̪oi.bo
(দৈ.বো)
শব্দ-উৎস:
সংস্কৃত দৈবম্>
বাংলা দৈব
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
দেব {
Ö
দিব্ (দীপ্ত হওয়া)
+
অ (অচ্),
কর্তৃবাচ্য}
+
অ (অণ্)
পদ:
বিশেষণ
অর্থ: দেবসম্বন্ধী, দেবতার সাথে সম্পর্কিত।
ইংরেজি:
deity, divinity, god, immortal
যৌগিক শব্দাবলি:
- পূর্বপদ: দৈবকর্ম, দৈবক্রম, দৈবগতি, দৈবঘটনা, দৈবজ্ঞ,
দৈবতন্ত্র, দৈবতীর্থ, দৈবদীপ, দৈবদুর্বিপাক, দৈবদোষ, দৈবধন, দৈবপ্রশ্ন, দৈববশত, দৈববাণী, দৈববিড়ম্বনা,
দৈববিবাহ, দৈবযুগ, দৈবযোগ, দৈবলব্ধ, দৈবলেখক, দৈবশক্তি,
দৈবসত্তা
, দৈবাত্যয়, দৈবাদেশ, দৈবাধীন, দৈবায়ত্ত।
সূত্র :
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৬২৫
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ১১৩৩
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৬২৫
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ১১০৩-০৪
- ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯। পৃষ্ঠা: ৪২৬
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ৪৭২
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা: ৪৬৭
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা: ২৮৭
- শব্দার্থমুক্তাবলী বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ। পৃষ্ঠা: ৬৯১
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২। পৃষ্ঠা: ৪২৩
- সংস্কৃত বাংলা অভিধান। শ্রীঅশোক কুমার বন্দ্যোপাধ্যায়। সৃষ্টি, হুগলী। ১৪০৮। পৃষ্ঠা: ২২৩
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার। ১২৯৫। পৃষ্ঠা: ৮৫৩
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা: ৬৮৩
- wordnet 2.1