দুর্গা
বানান বিশ্লেষণ:দ্+উ+র্+গ্+আ
উচ্চারণ:
d̪urg.ga ( দুর্‌গ্.গা)
শব্দ-উৎস: সংস্কৃত দুর্গা> বাংলা দুর্গা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দুর্গ + আ (টাপ্) [স্ত্রীলিঙ্গার্থে] । এই শব্দকল্পদ্রুম-এ দুর্গার শব্দের বিশ্লেষণে বলা হয়েছে,- 'দুর্গং নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা' অর্থাৎ, দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন তিনিই নিত্য দুর্গা নামে অভিহিতা। অর্থাৎ দুর্গ নামক দৈত্যকে দমন করে তিনি দুর্গা নাম প্রাপ্ত হন। দুর্গা শব্দের বর্ণ-বিশ্লেষণে এই গ্রন্থে বলা হয়েছে-
  • 'দ' অক্ষর দৈত্যনাশক,
  • 'উ-কার' বিঘ্ননাশক,
  • 'রেফ' রোগনাশক,
  • 'গ' পাপনাশক
  • অ-কার 'ভয়-শত্রুনাশক'।
    অর্থাৎ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয়-শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন, তিনিই দুর্গা

সূত্র :