দুর্গা
বানান বিশ্লেষণ:দ্+উ+র্+গ্+আ
উচ্চারণ:
d̪urg.ga
( দুর্গ্.গা)
শব্দ-উৎস:
সংস্কৃত দুর্গা>
বাংলা দুর্গা
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: দুর্গ +
আ
(টাপ্) [স্ত্রীলিঙ্গার্থে]
। এই শব্দকল্পদ্রুম-এ দুর্গার শব্দের
বিশ্লেষণে বলা হয়েছে,- 'দুর্গং
নাশয়তি যা নিত্যং সা দুর্গা বা প্রকীর্তিতা' অর্থাৎ,
দুর্গ নামক অসুরকে যিনি বধ করেন তিনিই নিত্য দুর্গা নামে অভিহিতা।
অর্থাৎ দুর্গ নামক দৈত্যকে দমন করে তিনি দুর্গা নাম
প্রাপ্ত হন। দুর্গা শব্দের বর্ণ-বিশ্লেষণে
এই গ্রন্থে বলা হয়েছে-
- 'দ'
অক্ষর দৈত্যনাশক,
- 'উ-কার'
বিঘ্ননাশক,
- 'রেফ'
রোগনাশক,
- 'গ'
পাপনাশক
- অ-কার 'ভয়-শত্রুনাশক'।
অর্থাৎ, দৈত্য, বিঘ্ন, রোগ, পাপ ও ভয়-শত্রুর হাত থেকে যিনি রক্ষা
করেন, তিনিই দুর্গা
- সমার্থক শব্দাবলি: সনাতন হিন্দু ধর্মের- পৌরাণিক আখ্যান অনুসারে-
দুর্গার যে সকল নাম পাওয়া যায়া, তার অধিকাংশই
বিশেষণ বা গুণবাচক। আবার প্রায় সকল নামই ঘটনার প্রেক্ষিত বিবেচনায় অর্থবহ হিসেবে
এসেছে। এ সবের বিচারে দুর্গার যে সকল নাম পাওয়া যায়, তা হলো-
- সংকট বা বিপদ
সংকট থেকে রক্ষা করেন, তিনিই দুর্গা। এই অর্থে-
পর্থম নাম দুর্গা
অপরাপর নামগুলো হলো
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ
২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০।
- ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক
সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক
এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির।
মার্চ ২০০০।
- শব্দার্থমুক্তাবলী। বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার।
১২৯৫।
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)।
সুবলচন্দ্র মিত্র।