দুর্গ
বানান বিশ্লেষণ: দ্+উ+র্+গ্+অ
উচ্চারণ: d̪urg.go (দুর্‌গ্.গো)
শব্দ-উৎস: সংস্কৃত দুর্গ> বাংলা দুর্গ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: দুর্‌ (উপসর্গ)+
গম্ (গমন করা) + অ (ড)
পদ: বিশেষ্য
অর্থ:
১. যেখানে শত্রুদের জন্য প্রবেশ দুঃসাধ্য।
সমার্থক শব্দাবলী: সামরিক স্থাপনা, কেল্লা, গড়, দুর্গ

২. যেখানে শান্তির পথে চলা সুঃসাধ্য
সমার্থক শব্দাবলী: মহাবিঘ্ন. সঙ্কট, বিপদ

৩. হিন্দু পৌরাণিক কাহিনি মতে- অসুর বিশেষ। এই অসুরকে হত্যা করে, আদ্যাশক্তি দুর্গা নামপ্রাপ্ত হয়েছিলেন।

সূত্র :