ধূমকেতু
বানান বিশ্লেষণ: ধ্+ঊ+ম্+অ+ক্+এ+ত্+উ
উচ্চারণ:
ʰum.ke.u  (ধুম্.কে.তু)।

ধুম্.কে.তু [ধুম্ একাক্ষর হিসেবে উচ্চারিত হয়। অবশিষ্ট কে এবং তু ধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়।]

শব্দ-উৎস: সংস্কৃত धूमकेतु (ধূমকেতু)>বাংলা ধূমকেতু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

ঊর্ধ্বক্রমবাচকতা {| ভূ-পরিমণ্ডল-বহির্ভূত লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: ধূম (ধোঁয়া) যার পতাকা রূপে শোভা পায়, এই অর্থে ধূমকেতু। মহাকাশে পরিভ্রমণমান এক প্রকার মহাকাশীয় বস্তু। সূর্যকে প্রদক্ষিণ করার সময়, সূর্যের নিকটবর্তী হলে, এই মহাকাশীয় বস্তুর সাথে দীর্ঘ গ্যাসীয় পুচ্ছ দেখা যায়। জ্যোতির্বিজ্ঞানে একে বলা হয় ধূমকেতু।

                     [দেখুন: ধূমকেতু [জ্যতির্বিজ্ঞান]
সমার্থক শব্দাবলি: ঝাঁটাতারা, ধূমকেতু, ধূমধ্বজ।

ইংরেজি: Comet