হ্লাদনীয়
বানান বিশ্লেষণ: হ্+ল+আ+দ্+অ+ন্+ঈ+য়্+অ
উচ্চারণ: [ল্হা.দো.নি.ও]
[lɦa.d̪o.nio]
শব্দ-উৎস:
সংস্কৃত হ্লাদনীয়>
বাংলা হ্লাদনীয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
হ্লাদ্
(আনন্দিত হওয়া) +
অনীয়
(অনীয়রঃ),
কর্মবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ: যা আনন্দিত হওয়ার উপযোগী
সমার্থক শব্দাবলি: আনন্দনীয়,
হৃষ্টীকার্য্য
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।