হ্লাদনীয়
বানান বিশ্লেষণ: হ্+ল+আ+দ্+অ+ন্+ঈ+য়্+অ
উচ্চারণ:
[ল্‌হা.দো.নি.ও] [
lɦa.d̪o.nio]
শব্দ-উৎস:
সংস্কৃত হ্লাদনীয়> বাংলা হ্লাদনীয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হ্লাদ্ (আনন্দিত হওয়া) + অনীয় (অনীয়রঃ), কর্মবাচ্য
পদ: বিশেষণ
অর্থ: যা আনন্দিত হওয়ার উপযোগী
সমার্থক শব্দাবলি: আনন্দনীয়, হৃষ্টীকার্য্য
সূত্র :