(হোই.তে)
শব্দ-উৎস:
সংস্কৃত
ঙসি>প্রাকৃত
হিন্তো (পঞ্চমী একবচন),
অপভ্রংশ
হোন্তউ, হতউ> হোত হোতে>হতে, হইতে
পদ:
অব্যয়
অর্থ: অপাদান কারকে পঞ্চম বিভক্তির চিহ্ন।
বাংলা ভাষার সাধুরীতিতে এর ব্যবহার লক্ষ্য করা যায়। এর চলিত রীতি হতে। এই ধ্বনিটি
অন্য শব্দের পরে বসে নানা ধরনের অর্থের প্রকাশ করে। যেমন-
উৎপন্ন।
[আগুন হইতে তাপের সৃষ্টি হয়]
স্থানান্তর। [আকাশ হইতে বৃষ্টি পড়ে]
কালান্তর [সকাল হইতে বৃষ্টি পড়ছে]
অবস্থান্তর [ধনী হইতে দরিদ্র হইলেন]
তুলনা [নদী হইতে সাগর বড়]
দ্বারা, কর্তৃক [আমা হইতে এ কাজ সম্ভব নয়]
সমার্থক শব্দাবলি: থেকে হইতে,
হতে
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ । হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা।