হংসনাদী
বানান বিশ্লেষণ: হ্+অ+ং+স+অ+ন্+আ+দ্+ঈ
উচ্চারণ:
ɦɔŋ.ʃo.na.d̪i (হঙ্.শো.না.দি)
শব্দ-উৎস: সংস্কৃত হংস + নাদী > বাংলা হংসনাদী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হংসের ন্যায় নাদিনী করে যে /উপপদ তৎপুরুষ সমাস
পদ: বিশেষণ { নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
সূত্র: