নদ্ (অব্যক্ত ধ্বনি)
+
ইন্ (ণিনি),
কর্তৃবাচ্য}
+
ঈ (ঈপ্)
পদ:
বিশেষণ
{
নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক,স্ত্রীবাচক}
-
অর্থ: শব্দ সৃষ্টিকারিণী। অন্যপদের পরে বসে।
যেমন-হংসনাদিনী
- সমার্থক শব্দাবলি: নাদিনী, শব্দকারিণী
- বিপরীতার্থক শব্দবলি:
নাদী [পুংলিঙ্গ]
অভিধান ও গ্রন্থসূত্র সূত্র:
-
চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার
অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা: ২৩৫
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)।
হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ১১৯০।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান।
মার্চ ২০০৫। পৃষ্ঠা: ৬৭৪।