হ্রাদিনী
বানান বিশ্লেষণ: হ্+র্+আ+দ্+ই+ন্+ঈ
উচ্চারণ:
[
rɦa.d̪i] [র্‌হ্-আ.দি]
শব্দ-উৎস:
সংস্কৃত হ্রাদী> বাংলা হ্রাদী
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হ্রাদ্ (শব্দ করা) + ইন্ (ণিনি)=হ্রাদিন্ + ঈ (ঙীষ)
পদ: বিশেষ্য
অর্থ: শব্দ উৎপন্ন করে এমন নারী
সমার্থক শব্দাবলি: হ্রাদিনী, নিনাদকারিণী
বিপরীতার্থক শব্দ: হ্রাদী [পুংলিঙ্গার্থে]
সূত্র: