জরা
বানান বিশ্লেষণ: জ্+অ+র্+আ
উচ্চারণ:
ɟɔ.ra (জ.রা)
শব্দ-উৎস: সংস্কৃত জরা> বাংলা জরা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
জৄ (জীর্ণভাব) + অ (অঙ), ভাববাচ্য, + আ (টাপ্)
পদ : বিশেষ্য
অর্থ:

. বার্ধক্যজনিত দুর্বল অবস্থা
২. জীর্ণতা
৩. স্থবিরতা
৪. হিন্দু পৌরাণিক কাহিনি অনুসারে- জরা নামক রাক্ষসী


সূত্র: