কাপট্যবর্জিত
বানান বিশ্লেষণ: ক্+আ+প্+অ+ট্+য্+অ+ব্+অ+র্+জ্+ই+ত্+অ
উচ্চারণ: [কা.পোট্.টো.বোর্জ্.জি.তো] [ka.po.ʈo.borɟ.ɟi.t̪o.]
শব্দ-উৎস: সংস্কৃত कापट्यवर्ज्जित (কাপট্যবর্জ্জিত)>বাংলা কাপট্যবর্জিত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কাপট্য {কপট {অ-√কপ্ (অসঙ্গত ব্যবহার করা) +অট্ (অটন)}+য (ষ্যঞ্)} +বর্জিত {√বৃজ্ (Öবৃজ্ (বর্জন) + ত (ক্ত), কর্মবাচ্য)}
পদ: বিশেষ্য
অর্থ: কপটতার ভাব
সমার্থক শব্দাবলি: ছল, প্রবঞ্চনা, শঠতা।