কেতু
বানান বিশ্লেষণ : ক্+এ+ত্+উ।
উচ্চারণ:
ke.u
(কে.তু)

কে.তু [কে এবং তু ধ্বনি দুটি একাক্ষর সৃষ্টি করে]

শব্দ-উৎস: সংস্কৃত केतु (কেতু)>বাংলা কেতু।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  কেতু {
চায়>কে (পূজা করা) + তু (তুন্), কর্মবাচ্য}

পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে  ইনি দানব নামেই পরিচিত দানব বিপ্রচিত্তির ঔরসে ও সিংহিকার গর্ভে এঁর জন্ম হয় উল্লেখ্য, সমুদ্রমন্থন শেষে উত্থিত অমৃত অসুরদের বঞ্চিত করে দেবতারা পান  করেছিল ইনি কৌশলে গোপনে অমৃতপান করতে থাকলে চন্দ্র ও সূর্য এঁকে চিনতে পেরে অন্যান্য দেবতাদের জানান এই সময় বিষ্ণু এঁর দুই বাহু মাথা কেটে দেন কিছুটা অমৃত পান করায় এই দানব ছিন্নমস্তক হয়ে অমরত্ব লাভ করেন এঁর মস্তকভাগ রাহু ও দেহভাগ কেতু নামে পরিচিত


সূত্র: