কিয়দংশ
বানান বিশ্লেষণ: ক্+ই+য়্+অ+দ্+ঙ+শ্+অ
উচ্চারণ: kio.d̪ɔŋ.ʃo
(কিও.দঙ্.শো)
শব্দ-উৎস:
সংস্কৃত
কিয়দংশ>
বাংলা কিয়দংশ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কিয়ৎ যে অংশ/
কর্মধারয়
সমাস
পদ: বিশেষ্য
অর্থ: কোনো কিছুর
কিছু অংশ
সমার্থক শব্দাবলি:
খানিকটা
উদাহরণ
এই বইয়ের কিয়দংশ (কিছুটা) পাঠ করলাম
সূত্র:
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।