কচ

বানান বিশ্লেষণ : ক্+অ+চ্+অ।
উচ্চারণ:
kɔc (অ‌.কচ্)

কচ্ [কচ্ ধ্বনি দুটি একাক্ষর সৃষ্টি করে। অ নঞর্থক, তাই কচ্ ধ্বনি কোচ হব না]

শব্দ-উৎস: সংস্কৃত कच (কচ্)>বাংলা কচ।
১. রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কচ্ (শোভা বর্ধন করা বা বন্ধন করা) +অ (অচ্), কর্তৃবাচ্য}

পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| দেহাবরক | প্রাকৃতিক আবরক | প্রাকৃতিক লক্ষ্যবস্তু | সমগ্র | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ: মাথার শোভাবর্ধনকারী দৈহিক উপকরণ। এই অর্থে মাথার চুলকে কচ বলা হয়।
সমার্থক শব্দাবলি: কেশ, চুল।
ইংরেজি:
hair


২.
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হিন্দু পৌরাণিক চরিত্রের নামবিশেষ।
পদ
: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতেবৃহস্পতির পুত্র
           দেখুন:
কচ [পৌরাণিক, হিন্দু]


সূত্র: