কদলীবৃক্ষ
বানান বিশ্লেষণ : ক্+অ+দ্+অ+ল্+ঈ+ব্+ঋ+ক্+ষ্+অ
উচ্চারণ : kɔ.d̪o.li.brik.kho. (ক.দো.লি.বৃক্.খো)

শব্দ-উৎস:-সংস্কৃত কদলী>বাংলা কদলী

রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বীরুৎ | ভাস্কুলার উদ্ভিদ | উদ্ভিদ | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }

অর্থ: াধারণ নাম কলা। গ্রীষ্মমণ্ডলীয় বা আধা-গ্রীষ্মমণ্ডলীয় বীরুৎধর্মী গাছের মুসা গণের যেকোন উদ্ভিদ, যাদের রয়েছে বিশাল পত্রাবলীর চূড়াধর্মী মুকুট এবং সাধারণত প্রলম্বিত ফলগুচ্ছ ঝুলন্ত অবস্থায় থাকে।

সমার্থক শব্দাবলি: অংশুমৎফলা, আয়তচ্ছদা, কদলীবৃক্ষ, কলাগাছ, সারতরু।                    
            [দেখুন: কলা [উদ্ভিদবিজ্ঞান]

ইংরেজি: banana, banana tree। 


সূত্র :