কণ্টকশুন্য
বানান বিশ্লেষণ: ক্+অ+ণ্+ট্+অ+ক্+অ+শ্+ঊ+ন্+য+অ
উচ্চারণ:
kɔn.ʈok.ʃun.no (অ‌.কন্.টোক্.শুন্.নো)

শব্দ-উৎস: সংস্কৃত कण्टक (ণ্টক)>বাংলা কণ্টক++সংস্কৃত शून्य (শূন্য)>বাংলা শূন্য।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ:

১. বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:

১.১. যাতে কাঁটা নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকণ্টক, কণ্টকশূন্য।
ইংরেজি:
 a thornless
 

১.২. যাতে কণ্টক (প্রতিবন্ধকতা, সমস্যা, জটিলতা, বিবাদ) নাই।
সমার্থক শব্দাবলি: অকণ্টক, অপ্রতিবন্ধ, অবাধ, কণ্টকশূন্য, প্রতিবন্ধকহীন, নির্বিঘ্ন, নিরাপদ, বাধাহীন, বাধা শূন্য।
ইংরেজি:
free from trouble and difficulty

২. পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: যার কণ্টক (শত্রু) নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকণ্টক, শত্রুশূন্য।
বিপরীত শব্দ: কণ্টকশূন্য [স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি: free from enimy