অকণ্টক
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ণ্+ট্+অ+ক্+অ
উচ্চারণ:
ɔ.kɔn.ʈok (অ‌.কন্.টোক্)
শব্দ-উৎস: সংস্কৃত অকণ্টক> বাংলা অকণ্টক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষণ
অর্থ:
১.১. যাতে কাঁটা নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকণ্টক, কণ্টকশূন্য, কাঁটাশূন্য, নির্গতকণ্টক, নিষ্কণ্টক
উদাহরণ: অকণ্টক লতা
ইংরেজি:
thornless
১.২.
যাতে কণ্টক (প্রতিবন্ধকতা, সমস্যা, জটিলতা,বিবাদ ইত্যাদি) নাই।
সমার্থক শব্দাবলি: অকণ্টক, অপ্রতিবন্ধ, অবাধ, উপদ্রবহীন, নিরাপদ, নিরুপদ্রব, নির্বিঘ্ন নিষ্কণ্টক, প্রতিবন্ধকহীন, বাধাহীন, বাধাশূন্য
উদাহরণ: অকণ্টক জীবন, অকণ্টক সম্পত্তি
ইংরেজি:
free from trouble and difficulty
২. পদ: বিশেষণ
অর্থ: যার কণ্টক (শত্রু অর্থে) নাই এমন।
সমার্থক শব্দাবলি: অকণ্টক, নিঃশত্রু, নিঃসপত্ন, শত্রুরহিত, শত্রুশূন্য
উদাহরণ: অকণ্টক সিংহাসন
বিপরীত শব্দ: অকণ্টকা<[স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি:
free from enimy পদান্তর: অকণ্টকে [ক্রিয়া-বিশেষণ]

সূত্র :