বানান বিশ্লেষণ: অ+ব্‌+আ+ধ্+অ
উচ্চারণ:
ɔ.baʰ (অ‌.বাধ্)

অ‌.বাধ্ [নঞর্থক অ অর্ধ-বিবৃত ধ্বনি হবে। বা এর সাথে ধ-ধ্বনি যুক্ত হয়ে একাক্ষর বাধ্ ধ্বনি উৎপন্ন করবে।]

শব্দ-উৎস: সংস্কৃত वध (অবাধ)>বাংলা অবাধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নয়) বাধ/নঞ্ তৎপুরুষ সমাস

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:
যাতে বাধা বা প্রতিবন্ধকতা নাই।
সমার্থক শব্দাবলি: অকণ্টক, অপ্রতিবন্ধ, অবাধ, উপদ্রবহীন, নিরাপদ, নিরুপদ্রব,  নির্বিঘ্ন, নিষ্কণ্টক, প্রতিবন্ধকহীন,বাধাহীন, বাধা শূন্য।
উদাহরণ: অকণ্টক জীবন, অকণ্টক সম্পত্তি
ইংরেজি:
free from trouble and difficulty


সূত্র :