অবাধ
বানান বিশ্লেষণ: অ+ব্‌+আ+ধ্+অ
উচ্চারণ:
ɔ.bad̪ʰ [অ‌.বাধ্]
শব্দ-উৎস: সংস্কৃত অবাধ> বাংলা অবাধ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নয়) বাধ যাহার/ নঞহ্ বহুব্রীহি সমাস
পদ: বিশেষণ
অর্থ:  যার কোনো বাধ (প্রতিবন্ধকতা) নেই
সমার্থক শব্দাবলি: অকণ্টক, অপ্রতিবন্ধ, অবাধ, উপদ্রবহীন, নিরাপদ, নিরুপদ্রব, নির্বিঘ্ন নিষ্কণ্টক, প্রতিবন্ধকহীন, বাধাহীন, বাধাশূন্য
উদাহরণ: অবাধ বিচরণ, অবাধ বাণিজ্য
সূত্র: