অকণ্টকা
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+ণ্+ট্+অ+ক্+আ
উচ্চারণ:
ɔ.kɔn.ʈo.ka (অ‌.কন্.টো.কা)
শব্দ-উৎস: সংস্কৃত অকণ্টকা> বাংলা অকণ্টকা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষণ
অর্থ: কণ্টক (শত্রু অর্থে) নাই এমন নারী।
সমার্থক শব্দাবলি: অকণ্টকা, শত্রুরহিতা, শত্রুশূন্যা
বিপরীত শব্দ: অকণ্টক [স্ত্রীলিঙ্গার্থে]
ইংরেজি:
free from enimy (fem.)

সূত্র :