কপটচা  
বানান বিশ্লেষণ: অ+ক্+অ+প্+অ+ট্+অ+চ্+আ+র্+ঈ
উচ্চারণ:
[ক.পোট্.চা.রি] [kɔ.poʈ.ca.ri]
শব্দ-উৎস: সংস্কৃত पटचारी (কপটচারী)>বাংলা কপটচারী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কপট {কপ্ (অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য} + চারিণী +{চর্((গমন)+ +ইন (ইনি)=চারিন্>চারী, কর্তৃবাচ্য}

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীলিঙ্গবাচক}

অর্থ: যিনি অসঙ্গত (অসরল, ছলনা ইত্যাদির) আচরণ করেন।
সমার্থক শব্দাবলি:
অসরল, কপটযুক্ত, কপটচারী।
বিপরীতার্থক শব্দ : কপটচারিণী [পুংলিঙ্গার্থে]
                         অকপটচারী [ভাবার্থে]
ইংরেজি :