কপটচিত্তে
বানান বিশ্লেষণ:
ক্+অ+প্+অ+ট্+অ+চ্+ই+ত্+ত্+এ
উচ্চারণ:
[ক.পোট্.চিত্.তে]
[kɔ.poʈ.cit̪.t̪e]
শব্দ-উৎস:
সংস্কৃত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কপট {√কপ্ (অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য} +চিত্ত {√চিৎ (বোধ হওয়া) +ত (ক্ত), কর্মবাচ্য}+ এ
পদ: বিশেষণ {ভাব-বিশেষণ, ক্রিয়া-বিশেষণ}।