কপটতা
বানান বিশ্লেষণ: ক্+অ+প্+অ+ট্+অ+ত্+আ
উচ্চারণ: [ক.পো.ট.তা] [
kɔ.po.ʈɔ.t̪a]
শব্দ-উৎস: সংস্কৃত কপটতা> বাংলা কপটতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কপট {√ কপ্(অসঙ্গত ব্যবহার করা) + অট্ (অটন), কর্তৃবাচ্য} + তা (তল্)
পদ: বিশেষ্য
অর্থ: কপটতার ভাব
সমার্থক শব্দাবলি: অসরলচিত্ততা, অসরলতা, অসরলভাব, অসারল্য, কপটচিত্ততা, কাপট্য, কুটিলতা, কৌটিল্য, ক্রূরতা, চাতুরী, চাতুর্য