১. √কৃ (করা) + অন্ (ল্যুট)। কর্তৃবাচ্য । পুংলিঙ্গ। স্ত্রীলিঙ্গ : কারণী।
বিশেষণ
১.১. যে কোন কিছু সম্পন্ন করে, এই অর্থে— কারক, সম্পাদক।
১.২. যে কোন কিছু উৎপদন করে, এই অর্থে— উৎপাদক, জনক, নির্মাতা, বিধায়ক, স্রষ্টা।
২. √কৃ(করা) + অন্ (ল্যুট)। করণবাচ্য।
বিশেষ্য
১. যিনি লেখার দ্বারা কর্ম সম্পাদন করেন, এই অর্থে— লিপিকার, লেখক
২. জাত অর্থে— ক্ষত্রিয়-বৈশ্য-জাত
৩. √কৃ(করা) + অন্ (ল্যুট)। ভাববাচ্য।
বিশেষ্য
১. কর্ম সুসম্পন্ন করা অর্থে— সম্পাদন, সাধন (কর্মকরণ, শেষকরণ)
২. আবদ্ধ করা অর্থে— বন্ধ, বন্ধন (মুষ্টিকরণ)
৩. নাটক বা নৃত্যকলায় কোন অংশ সম্পন্ন করণ অর্থে— অভিনয়।
৪. আনুষ্ঠানিকভাবে কোন কিছু করা, এই অর্থে— প্রদান (নামকরণ)
৫. ইন্দ্রিয়।শব্দ বিবর্তন:
- সর্বপ্রাচীন নমুনা খ্রিষ্টীয় ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
এড়ি অউ ছান্দক বান্ধ করণক পাটের আস/লুইপাদানাম । চর্যাগীতিকা-১।
এখানে করণক শব্দের অর্থ হলো ইন্দ্রিয়ের।