ক্রিয়মাণ
বানান বিশ্লেষণ: ক্+র্+ই+য়্+অ+ম্+আ+ণ্+অ
উচ্চারণ:
kri.o.man [ক্রি.ও.মান]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়মাণ> বাংলা ক্রিয়মাণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ক্রিয় {√কৃ (করা) + মান (শানচ্)

পদ: বিশেষণ
অর্থ: যা সম্পাদিত হচ্ছে, বা সম্পাদনের প্রক্রিয়া সচল রয়েছে
সমার্থক শব্দাবলি: ক্রিয়মাণ, সম্পাদ্যমান।
বিপরীতার্থক শব্দ: