কুশল
বানান্ বিশ্লেষণ : ক্+উ+শ্+অ+ল্+অ
উচ্চারণ:
[কু.শল্]
ku.ʃɔl
শব্দ-উৎস:
সংস্কৃত কুশলম্>
বাংলা কুশল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কুশ +
ল (লচ্)
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{সদগুণ |
বৈশিষ্ট্য-গুণ |
সত্তাগুণ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ: যা শুভ হিসেবে বিবেচিত হয়।
সমার্থক শব্দাবলি: কল্যাণ, কুশল, মঙ্গল।
যুক্তশব্দাবলি:
অকুশল,
অকুশলা,
অকুশলিনী,
অকুশলী, কুশলপ্রশ্ন,
কুশল-বার্তা, কুশল-সংবাদ, কুশলী
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ৮
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৮
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।