কূল
বানান বিশ্লেষণ: ক্+ঊ+ল্+অ
উচ্চারণ:
kul
(কূল্)
শব্দ-উৎস:
সংস্কৃত কূল>
বাংলা কূল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
কূল্ (আবরক)+
অ (ক),
কর্মবাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ: যা কোনো কিছুর আবরক হিসেবে সীমানা নির্ধরাণ করে।
সমার্থক শব্দাবলি: কূল, তীর।
কূল শব্দের সাথে সম্পর্কিত শব্দাবলি:
- যুক্তশব্দ (পূর্বপদ): কূলহারা, কূলহীন
- যুক্তশব্দ (পরপদ):
অকূল, নদীকূল, সাগরকূল
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১। পৃষ্ঠা: ৫৫৭
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য
সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা: ৪৪৮-৪৫০