ম্যাশিন গান
বানান বিশ্লেষণ: ম্+য্+আ+শ্+ই+ন্-গ্+আ+ন্
উচ্চারণ:
mæ.ʃin.gan
(ম্যা.শিন্,গান্)
শব্দ-উৎস: ইংরেজি machine gun>
বাংলা ম্যাশিন গান।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
| ম্যাশিন গান |
আগ্নেয়াস্ত্র |
বন্দুক |
অস্ত্র |
যন্ত্র |
ডিভাইস |
যন্ত্রীকরণ |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
অর্থ: দ্রুত
বা অনবরত গুলি নিক্ষেপের জন্য ব্যবহৃত স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রধর্মী বন্দুক।
সূত্র:
wordnet 2.1