মহরম
বানান বিশ্লেষণ :
ম্+অ+হ্+অ+র্+অ+ম্+অ।
উচ্চারণ:
mo.ho.rɔm
(মো.হো.রম্)।
শব্দ-উৎস:
আরবি
المحرّم (মুহর্রম)>বাংলা
মুহর্রম, মহরম।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ |
হিজরি মাস
|
মাস
|
সময় কাল
|
মৌলিক পরিমাপ
|
পরিমাপ
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ: মুসলমানদের ধর্মীয়
বর্ষপঞ্জি
হিজরি সন-এর
প্রথম মাস।
হিজরি-বর্ষ গণনা
পদ্ধতি চালু করার সময়, বৎসরের প্রথম মাস নির্ধারণের বিষয়টি আলোচিত হয়। যেহেতু
হজরত
মুহম্মদ (সাঃ)
রবিউল আউয়াল মাসে গৃহত্যাগ
করেছিলেন। তাই প্রথমে রবিউল আউয়াল-কে হিজরি সনের প্রথম মাস হিসাবে গণনার জন্য প্রস্তাব উঠে। কিন্তু ইসলামপূর্ব যুগ থেকে মহররম মাস আরবে বিশেষ সম্মানিত মাস
হিসেবে বিবেচিত ছিল। তাছাড়া ইসলাম ধর্মাবলম্বীদের কাছে চারটি মাসকে বিশেষ মর্যাদার
মাস হিসাবে বিবেচিত হয়ে থাকে। এই মাসগুলো হলো- জিলকদ, জিলহজ ও মহরম এবং রজব। তাছাড়া
মাসের ধারাবাহিকতা ও সার্বিক সুবিধার কথা চিন্তা করে মহররমকেই হিজরি সনের প্রথম মাস
হিসেবে ধরা হয়।
সমার্থক শব্দাবলি: মহরম, মুহর্রম, মোহর্রম।
এই মাসের দশ তারিখে
হজরত
মুহম্মদ (সাঃ)-এর
দৌহিত্র ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহিদ হন। এই কারণে মুসলমানরা যে শোক দিবস
পালন করে থাকেন, তাকে আশুরা বলা হয়।