মতি
বানান্ বিশ্লেষণ: স+অ+র+অ+ল+অ-ম্+অ+ত্+ই
উচ্চারণ:
[শ.রোল্.মো.তি] [ʃɔ.rol.mo.ti]
শব্দ-উৎস: সংস্কৃত মতি> বাংলা মতি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মন্‌ (মনে করা, মনে ধারণ করা)+ তি (ক্তিন্), ভাববাচ্য
পদ:
বিশেষ্য
অর্থ: যা মন ধারণ করে, এই অর্থে জ্ঞান, বুদ্ধি ইত্যাদি।
সমার্থক শব্দাবলি:

১. মতি, বুদ্ধি, কাণ্ডজ্ঞান
২. চিত্ত, মতি, মন