মুখ
বানান বিশ্লেষণ: ম্ +উ+ খ্ +অ
উচ্চারণ:
mukʰ [মুখ্]
শব্দ-উৎস: সংস্কৃত মুখম> বাংলা মুখ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
খন্ (খনন করা) + অ (অচ্), ম (মুট্) আগম। (নিপাতনে সিদ্ধ)। কর্মবাচ্য
পদ: বিশেষ্য
১. অর্থ: মুখমণ্ডলের খাদ্য গ্রহণের পথ
সমার্থক শব্দাবলি: মুখগহ্বর
২ . অর্থ: প্রাণীর নাক, চোখ, মুখগহ্বর ইত্যাদি মিলে যে সামগ্রিক রূপ পাওয়া যায়
সমার্থক শব্দাবলি:  চেহারা, বদনমণ্ডল, মুখমণ্ডল
উদাহরণ: বাঘের মুখ

৩ . অর্থ: কোনো কিছুর অগ্রস্থ অংশ
সমার্থক শব্দাবলি: মুখ, অংশ
উদাহরণ: মিছিলের অগ্রমুখ, নদীমুখ, ফোঁড়ার মুখ

৪. অর্থ: দিক নির্দেশক অবস্থানগত দিক
সমার্থক শব্দাবলি: দিক, মুখ,
উদাহরণ: অভিমুখ, দক্ষিণমুখ, পশ্চাৎমুখ

৫ . অর্থ: মানসম্মান সম্পর্কিত বিষয়
সমার্থক শব্দাবলি:  মর্যাদা, মান
উদাহরণ: মুখ রক্ষা করে কথা বলা

৬. অর্থ: কোনো কিছুর শুরু
সমার্থক শব্দাবলি:  আরম্ভ, সূচনা
উদাহরণ: গ্রন্থের মুখবন্ধ।

৭. অর্থ: কোনো কিছুতে প্রবেশস্থান
সমার্থক শব্দাবলি:  প্রবেশস্থান,
উদাহরণ: গুহামুখ।

৮. অর্থ: কবলে পতিত হওয়া
উদাহরণ: বিপদের মুখে, বাঘের মুখে

৯. অর্থ: মনের ভাব প্রকাশক বাক্য
উদাহরণ: মুখ আলগা লোক, আলগা-মুখ-এর কথা


সূত্র: