মুক্ত
বানান বিশ্লেষণ: ম্+উ+ক্+ত্+অ
উচ্চারণ:
muk.t̪o
[মুক্.ত]
শব্দ-উৎস:
সংস্কৃত মুক্ত
বাংলা মুক্ত।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
মুচ্
(মোচন করা) +
ত (ক্ত),
ভাববাচ্য
পদ:
বিশেষণ
অর্থ:
১. যা অবাধ, খোলামেলা
সমার্থক শব্দাবলি:
অকপট, অবাধ, অবারিত, উন্মুক্ত,
খোলা, দরিয়া, মুক্ত, সরল।
উদাহরণ: মুক্তচিন্তা, মুক্তমন, মুক্তমনা, মুক্তহৃদয়
২. কোন কিছুর অপসারণে, অবস্থার
পরিবর্তনে যে পরিষ্কার ভাব মনে জন্ম হয়।
সমার্থক শব্দাবলি:
পরিষ্কার, মুক্ত, সাফ ।
উদাহরণ: কাদামুক্ত, ক্লেদমুক্ত, মেঘমুক্ত।
৩. কোন অবস্থা থেকে নিষ্কৃতি লাভ করার দশা।
সমার্থক শব্দাবলি:
মুক্ত, অব্যহতি, নিষ্কৃতি।
উদাহরণ: কারাগার-মুক্ত, চিন্তামুক্ত, ঋণমুক্ত।
৪. যা আবদ্ধ দশায় নেই এমন।
সমার্থক শব্দাবলি:
মুক্ত, খোলা, ছাড়া ।
উদাহরণ: মুক্তকেশ, মুক্তছন্দ, মুক্তবেণী।
৫. সংস্কারমুক্ত মন বা মনের সংকীর্ণতা নেই এমন।
সমার্থক শব্দাবলি: উদার, মুক্ত।
উদাহরণ: মুক্তহস্ত ।
পদ:
বিশেষ্য
অর্থ:
কোনো কিছুর আবদ্ধ দশা থেকে উন্মুক্ত
করা।
সমার্থক শব্দাবলি: উন্মুক্ত, খোলা, বন্ধনহীন, বাঁধনছাড়া, মুক্ত।
ইংরেজি:
Open ।
যৌগিক শব্দাবলি: কাদামুক্ত,
ক্লেদমুক্ত, মুক্তকেশ,
মুক্তচিন্তা, মুক্তছন্দ, মুক্তবেণী, মুক্তমন, মুক্তমনা, মুক্তহস্ত, মুক্তহৃদয়,
মেঘমুক্ত।