নাথ
বানান বিশ্লেষণ:
ন্+আ+থ্+অ।
উচ্চারণ: nat̪ʰ (নাথ্)।
নাথ্ (না-এর সাথে রুদ্ধ থ্ ধ্বনি একাক্ষর তৈরি করেছে।)
শব্দ-উৎস:
সংস্কৃত
नाथ (নাথ)>বাংলা
নাথ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√নাথ্
(প্রার্থনা) +অ
(অচ্),
কর্তৃবাচ্য।
পদ:
বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {| দাম্পত্যসঙ্গী | আত্মীয় | ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: প্রথাগত বৈবাহিকসূত্র জীবনে নারীর যৌনসঙ্গী।
সমার্থক শব্দাবলি: কান্ত, নাথ, পতি, বর, ভর্তা, ভাতার, স্বামী।
ইংরেজি: husband, hubby, married man।
বিশেষ্য
২. ঊর্ধ্বক্রমবাচকতা {| ব্যক্তিসত্তা | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ ২.১: যে পালন করে বা রক্ষা করে।সমার্থক শব্দাবলি: নাথ, পালক, রক্ষক, রক্ষাকর্তা।
উদাহরণ: ভূপতি (ভূমির রক্ষক)
অর্থ ২.২: এমন একজন ব্যক্তি, যিনি কোনো বিষয় বা অবস্থার অপরিবর্তনীয় অধিকর্তা। যেমন
সমার্থক শব্দাবলি: অধীশ্বর, প্রভু।
উদাহরণ: দিনের পতি সূর্য। জগতের পতি ঈশ্বর।
ইংরেজি: head, chief, top dog
যুক্তশব্দ: