নিষ্ঠা
বানান বিশ্লেষণ: ন্+ই‌+ষ্+ঠ্+আ
উচ্চারণ:
niʃ.ʈʰa [নিশ্.ঠা]
শব্দ-উৎস
সংস্কৃত নিষ্ঠা> বাংলা নিষ্ঠা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
নিষ্ঠ {নি- √স্থা (থাকা) + অ (অঙ), ষত্ব বিধানে থ>ঠ, কর্তৃবাচ্য} + আ (টাপ্)

পদ: বিশেষ্য
অর্থ: কোনো আদর্শের প্রতি প্রগাঢ় ভক্তি বিশ্বাস
সমার্থক শব্দাবলি: 

১. ভাবার্থে: অনুরাগ, অনুরক্তি, আসক্তি, আস্থা, দৃঢ়, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা
২. স্ত্রীলিঙ্গার্থে: অনুরক্তা, আসক্তা, নিরতা, নিষ্ঠা, পরা পরায়ণা
যুক্তশব্দ:


সূত্র :