পাঁতি
বানান বিশ্লেষণ:
প্+আ+ঁ + ত্++ই
উচ্চারণ:
pã.t̪i
(পাঁ.তি )।
শব্দ-উৎস:
সংস্কৃত
পঙ্ক্তি>
প্রাকৃত
পন্তি, পংতি>
বাংলা
পাঁতি
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
সারি
।
লাইন
।
স্তরবিন্যাস
।
সুবিন্যস্তকরণ
|
দল
|
বিমূর্তন
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ:
পাশাপাশি বিন্যাসে একই রেখা অনুসরণে বিন্যাসিত।
সমার্থক শব্দাবলি:
পঙ্ক্তি, পাঁতি, সারি
সূত্র:
সরল বাঙ্গালা অভিধান
। সুবলচন্দ্র মিত্র।
wordnet 2.1