পরম
বানান বিশ্লেষণ: প্+অ+র্+অ+ম্+অ
উচ্চারণ:
pɔ.rom
(প.রোম্)
শব্দ-উৎস:
সংস্কৃত
পরম>
বাংলা পরম
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পর (উত্তম) +
Ö
মা
((পরিমাণ করা) +
অ (ক),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ:
১. যা সব কিছুর চেয়ে উত্তম
হিসেবে পরিমিত হয়।
সমার্থক শব্দাবলি:
পরম, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোত্তম।
ইংরেজি:
supreme
উদাহরণ: পরমপিতা, পরমপুরুষ, পরমব্রহ্ম, পরমসত্তা, পরমাত্মা, পরমেশ, পরমেশ্বর, পরমেশ্বরী
২. যা সব কিছুর উত্তম।
সমার্থক শব্দাবলি:
উত্তম, পরম, শ্রেষ্ঠ।
ইংরেজি:
best
উদাহরণ: পরমসেবা, পরমার্থ, পরমোৎসব।
৩. যে কোনো বিষয়ের চূড়ান্ত দশা। যার উপর আর হতে পারে না।
সমার্থক শব্দাবলি:
অতিশয়, অত্যন্ত, চরম।
ইংরেজি:
extreme
উদাহরণ:
পরম দুঃখ, পরমাদর, পরমাদৃত, পরমানন্দ।
৪. অতিশয় ঘনিষ্ট বা অন্তরঙ্গ অর্থে।
সমার্থক শব্দাবলি:
অতিশয় ঘনিষ্ট, অন্তরঙ্গ, অতি নিকট ।
ইংরেজি:
intimate
উদাহরণ:
পরমাত্মীয়, পরমাত্মীয়া।
৪. যে দশাকে শেষ পর্যন্ত অতিক্রম করা
যায় না বা শেষ অবস্থা।
সমার্থক শব্দাবলি:
চূড়ান্ত, পরম।
ইংরেজি:
ultimate
উদাহরণ:
পরমবাক্য, পরমায়ু, পরম সত্য, পরম ফলাফল ।
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। ১৪০৮। পৃষ্ঠা:
৪০৩
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১। পৃষ্ঠা:
১২৭১
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। বাংলা একাডেমী, ঢাকা, মার্চ ২০০৫। পৃষ্ঠা:
৭২১
- বাংলা একাডেমী সমকালীন বাংলা ভাষার অভিধান । আবু ইসহাক। চৈত্র ১৪০৯/এপ্রিল ২০০৩। পৃষ্ঠা:
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। ডঃ মুহম্মদ শহীদুল্লাহ। মাওলা ব্রাদ্রাস। ঢাকা। মার্চ ২০০০। পৃষ্ঠা:
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। পৃষ্ঠা:
- বাঙ্গালা শব্দকোষ। যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। ভূর্জপত্র। দোলযাত্রা ১৩৯৭। পৃষ্ঠা:
- ব্যবহারিক শব্দকোষ। কাজী আব্দুল ওদুদ। প্রেসিডেন্সী লাইব্রেরী। কলিকাতা। পৃষ্ঠা:
- ব্যাবহারিক বাংলা উচ্চারণ অভিধান।
আনিসুজ্জামান, ওয়াহিদুল হক, জামিল চৌধুরী, নরেন বিশ্বাস। জাতীয় গণমাধ্যম ইনসটিটিউট। ৮ ফাল্গুন ১৩৯৪। পৃষ্ঠা:
- ভারতী বাঙলা অভিধান। বিশিষ্ট পণ্ডিত ও অধ্যাপকমণ্ডলী কর্তৃক সম্পাদিত। ভারতী বুক স্টল। ১৯৫৯। পৃষ্ঠা:
- ভাষাপ্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। সুনীতিকুমার চট্টোপাধ্যায়। রূপম। মে ১৯৮৯। পৃষ্ঠা:
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা:
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫। পৃষ্ঠা:
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। পৃষ্ঠা:
- শব্দার্থমুক্তাবলী বেণীমাধব দে। ১৭৮৮ শকাব্দ। পৃষ্ঠা: /li>
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২। পৃষ্ঠা:
- সচিত্র প্রকৃতিবাদ অভিধান (চতুর্থ সংস্করণ)। রামকমল বিদ্যালঙ্কার। ১২৯৫। পৃষ্ঠা:
- সমগ্র ব্যাকরণ কৌমুদী। সাহিত্য সংসদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা:
- সরল বাঙ্গালা অভিধান (সপ্তম সংস্করণ, নিউবেঙ্গল প্রেস ১৯৩৬)। সুবলচন্দ্র মিত্র। পৃষ্ঠা:
- সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা। ডঃ রামেশ্বর শ'। পুস্তক বিপণি। ২১শে ফেব্রুয়ারি, ১৯৮৮। পৃষ্ঠা:
- হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩। পৃষ্ঠা:
-
wordnet 2.1