প্রবণ
বানান বিশ্লেষণ: প্+র্+অ+ব্+অ+ণ্+অ
উচ্চারণ:
pro.bon
(প্রো.বোন্)
শব্দ উৎস:
সংস্কৃত প্রবণ>
বাংলা প্রবণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্র-
√বণ (গতি)+
অন্,
কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
অর্থ:
সাধারণ প্রবৃত্তিযুক্ত।
উদাহরণ: কল্পনাপ্রবণ
যুক্তশব্দ:
- পরপদ:
কল্পনাপ্রবণ, ভাবপ্রবণ
সূত্র:
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮। পৃষ্ঠা: ৪৫১
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
পৃষ্ঠা: ৫৪৭