প্রকট
বানান্ বিশ্লেষণ : প্+র্+অ-ক্+অ+ট্+অ
উচ্চারণ:
pro.kɔ.ʈ (প্রো.কট্)
শব্দ-উৎস: সংস্কৃত প্রকট> বাংলা প্রকট
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: সংস্কৃত উপসর্গ প্র (উৎকর্ষার্থে)- √কট্ (প্রকটন করা) + অ (অচ্), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ
অর্থ:

১. যা ব্যাপকভাবে প্রকাশিত।
উদাহরণ:
রোহিঙ্গা সংকট আরও প্রকট হওয়ার আগেই তা সমাধানে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো এক সাথে কাজ করবে বলে আশা করা যায়।

২. বিশেষভাবে ব্যক্ত
উদাহরণ: প্রকটলীলা (বৃন্দাবনে কৃষ্ণের প্রকাশ্য লীলা)

৩. বংশগতিতে গুপ্তগুণের প্রকাশ। একজোড়া বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন জীবের ভিতরে প্রজনন ক্রিয়া ঘটে, তখন নতুন প্রজন্মের ভিতরে কিছু কিছু গুণ বিশেষভাবে প্রকাশিত হয়। তখন ওই গুণকে প্রকট বলা হয়। যেমন- একটি লম্বা মটরগাছের সাথে যদি খাটো মটর গাছের সঙ্করায়ণ ঘটে এবং যদি নবসৃষ্ট মটর গাছটি লম্বা হয়। তাহলে, নতুন গাছে লম্বা বৈশিষ্ট্যই প্রকট হবে।