স্নেহ
বানান বিশ্লেষণ: স্+ন্+এ+হ্+অ
উচ্চারণ:
sne.ho স্নে.হো]
শব্দ-উৎস: সংস্কৃত স্নেহ > বাংলা স্নেহ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: স্নিহ্ +অ (ঘঞ্), করণবাচ্য
পদ:
বিশেষ্য
১. অর্থ: আদর বা ভালোবাসার মতো মানবিক আচরণ
১.আদর, সোহাগ
২. প্রীতি, বাৎসল্য, ভালোবাসা
২. অর্থ: যা স্নিগ্ধ করে, এমন বস্তুবাচক সত্তা
সমার্থক শব্দাবলী: ঘৃত, চর্বি, তেল  


সূত্র :