সহস্র
বানান বিশ্লেষণ:
স্+অ+হ্+অ+
স্+র্+অ
উচ্চারণ:
ʃɔ.ɦos.sro
(শ.হোস্.স্রো)।
শব্দ-উৎস:
সংস্কৃত
সহস্রনম্>বাংলা
সহস্র।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
সহস্
+
র।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
পূর্ণসংখ্যা
|
সংখ্যা
|
সুনির্দিষ্ট পরিমাণ
|
পরিমাপ
|
বিমূর্তন
|
বিমূর্ত সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যা ১০ সংখ্যার ১০০ গুণ। ১০০০ -এর পূর্ণমানের মানের প্রতীক।
সমার্থক শব্দাবলি: ১০০০, সহস্র, হাজার।
১. অর্থ:
যা ১০ সংখ্যার ১০০ গুণমান যুক্ত।
সমার্থক শব্দাবলি: সহস্র সংখ্যক, হাজার
সংখ্যক।
উদাহরণ: সহস্রকর, সহস্রাংশু
১. অর্থ:
যা সংখ্যায় হাজারের কাছাকাছি এমন ভাবার্থে বহু।
সমার্থক শব্দাবলি:
অনেক, বহু।
উদাহরণ: সহস্র লোকের সমাবেশ।
বিশেষ দ্রষ্টব্য: সহস্র শব্দ দুইবার ব্যবহারে বহুত্বকে দৃঢ়ভাবে প্রকাশ করা হয়।
যেমন: সহস্র সহস্র সেনাসমাবেশ।
যুক্তশব্দ:
সূত্র :